ঈদের ছুটিতে এসে প্রাণ গেল সেনা সদস্যের
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। কয়েকদিন আগে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরের দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের সুজালপুর ইউপির চাকাই ময়না চৌধুরীর মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু কাহারোল উপজেলার থানা এলাকার নুরউদ্দিনের ছেলে এবং বাংলাদেশ সেনা বাহিনীর একজন সদস্য।
বীরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, দুপুরে মোটরসাইকেলে বীরগঞ্জ হয়ে ঠাকুরগাঁও যাচ্ছিলেন সাজু। এ সময় মোটরসাইকেলটি দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের সুজালপুর ইউপির চাকাই ময়না চৌধুরীর মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন ১৮৪১৬৮) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাজুর মৃত্যু হয়।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজু সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে রংপুর সেনানিবাসে কর্মরত ছিলেন।
এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম