একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন মা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ৩১ আগস্ট ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে এক সঙ্গে তিন সন্তান প্রসব করেছেন ফাতেমা আক্তার ঝুমা নামে এক মা। বৃহস্পতিবার সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তিনি এই সন্তান প্রসব করেন। ফাতেমা আক্তার ঝুমা পাশের সখিপুর উপজেলা সদরের শিমুল আহমেদের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার ঝুমা প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা নরমাল ডেলিভারির মাধ্যমে একে একে তিন সন্তান প্রসব করান। তিন সন্তানের মধ্যে দুই ছেলে এক কন্যা সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমুদিনী হাসপাতালে পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানান, নবজাতকদের অবস্থা স্বাভাবিক নয়। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এস এম এরশাদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।