৮ দিনের ছুটির ফাঁদে আখাউড়া স্থলবন্দর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিনের ছুটির ফাঁদে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আজ (১ সেপ্টেম্বর) থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে সবধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বন্ধের সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দরে আট দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ছুটি শেষে ৯ সেপ্টেম্বর থেকে আবারও বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান তিনি।
আজিজুল সঞ্চয়/বিএ