‘বন্যা থাকবে যতদিন ত্রাণ কার্যক্রম থাকবে ততদিন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা যতদিন থাকবে সরকারের ত্রাণ কার্যক্রম ততদিন অব্যাহত থাকবে।

শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলায় বিরল প্রেসক্লাবের পক্ষ থেকে শাড়ি ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বন্যায় যাদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার বাড়ি-ঘর মেরামত করে দেয়া হবে। এবারের বন্যায় কেউ না খেয়ে মারা যায়নি। এমন কেউ নেই যিনি চিকিৎসাসেবা পায়নি।

খালিদ মাহমুদ বলেন, বিএনপি এখন আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে না। তারা এখন বন্যা ও রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে। তাদের কথা ও কাজের কোনো মিল নেই। যখন যা পাচ্ছে তাই নিয়ে রাজনীতি করছে। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতেও প্রত্যাখ্যান করবে।

সরকার বলছে বন্যার কারণে যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে তাদের সুদ এখন স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় তিনি ৮৮ বান টিন ও বন্যাদুর্গতদের মাঝে নগত ৩ হাজার টাকা করে তিন লাখ টাকা বিতরণ করনে। বন্যাদুর্গত ৮ নং ইউনিয়ন পরিদর্শন করেন তিনি।

এইউএ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।