উল্টে গেল বাস, ছিঁড়ে গেল যাত্রীর হাত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের হাত ঘটনাস্থলেই ছিঁড়ে যায়।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই স্কয়ার এলাাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রী ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। চালক মোবাইল ফোনে কথা বলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।

এতে বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন বাসের যাত্রী সুলতান আহমেদ, আসলাম মিয়া, মোস্তফা কামাল, ওহাব জানান, মহাসড়কে যানবাহন কম থাকায় চালক বাসটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায়। আহতদের বাড়ি দিনাজপুর ও জয়পুরহাট জেলায় বলে জানা গেছে।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান বলেন, বাসটি চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার বলেন, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজনের হাত ঘটনাস্থলেই পড়ে গেছে বলেও তিনি জানান।

এস এম এরশাদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।