হজে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে মো. ওয়াসীম আনসারী রাসু (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াসীম আনসারী রাসু দিনাজপুর শহরের পুরনো বাহাদুর বাজার এলাকার মৃত ইয়াসীন আনসারীর ছেলে এবং জেলা প্রশাসনের বাসভবনের চতুর্থ শ্রেণির কর্মচারী।
নিহতের ছোট ভাই ইকবাল আনসারী জানান, গত ২৮ আগস্ট রাতে তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। হজব্রত পালন শেষে ৪০ দিন পর ফেরার কথা ছিল তার। গত সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় একই সঙ্গে হজ পালন করতে যাওয়া শহরের পাহাড়পুর এলাকার হাজি ইমরান মোবাইলে জানান, মক্কায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়েন। সঙ্গে সঙ্গে তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইকবাল আনসারী আরও জানান, রাসুর মরদেহ মক্কায় দাফন সম্পন্ন হবে।
দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর