দিনাজপুরে পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

দিনাজপুর রেলওয়ে পুলিশ সদস্যের হাতে যমুনা টিভির এক সংবাদকর্মী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় সাংবাদিকদের প্রতিবাদের মুখে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের এএসআই মো. ইউসুফ আলীকে ক্লোজড করা হয়েছে।

জানা যায়, টিভি চ্যানেলটির ঢাকাস্থ অফিসের ভিডিওগ্রাফার আল-আমিন তালুকদার ঈদের ছুটিতে দিনাজপুরে তার বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে টিকিট সংগ্রহ করার জন্য আল-আমিন দিনাজপুর রেলওয়ে স্টেশনে যান।

এ সময় তিনি একটি চায়ের স্টলে অপেক্ষা করলে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের এএসআই মো. ইউসুফ তাকে অযাচিতভাবে ধাক্কা দেন। এতে আল-আমিন প্রতিবাদ জানালে সাদা পোশাকে থাকা এএসআই ইউসুফ, কনস্টেবল রাজ্জাকসহ ৪-৫ জন পুলিশ সদস্য তাকে চড়-থাপ্পর দেন ও মারপিট করেন।

এ সময় আল-আমিন নিজেকে যমুনা টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেয়ার পর পুলিশ সদস্যরা আরও উদ্যত হন। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাকে রেলওয়ে থানায় নিয়ে আরও মারপিট করেন। খবর পেয়ে দিনাজপুরের সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এ ঘটনায় ভিডিওগ্রাফার আল-আমিন তালুকদার দিনাজপুর রেলওয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

দিনাজপুর জিআরপি থানা পুলিশের ওসি সাইদুর রহমান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সৈয়দপুর রেলওয়ের পুলিশ সুপারকে জানানো হয়েছে। তিনি দোষী এএসআই মো. ইউসুফ আলীকে ক্লোজড করার নির্দেশ দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে সিসি দিয়ে ইতোমধ্যে সৈয়দপুর পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে সংবাদকর্মীকে মারপিট ও লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দিনাজপুরের সাংবাদিক সমাজ। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং টেলিভিশন ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দিনাজপুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।