বন্যার্তদের পাশে সরকার আছে এবং থাকবে : হুইপ ইকবালুর রহিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম বলেছেন, বন্যার এই ক্ষতি কাটিয়ে উঠতে মাত্র ছয় মাসের প্রয়োজন।

আগামী ছয় মাসের মধ্যে আমরা আবার আসল রূপে ফিরে আসব উল্লেখ করে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফসল না ওঠা পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। কোনো মানুষ না খেয়ে থাকবে না।

বুধবার ঢাকাস্থ গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন ও ৩নং ফাজিলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পারগাঁও স্কুল ও ফুলবন ফাজিল মাদরাসা প্রাঙ্গণে প্রায় ১২ শতাধিক বন্যার্তের মাঝে ত্রাণ দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অসোক কুমার রায়, ৩নং ফাজিলপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ তালুকদার, দুলাল উদ্দিন, আনোয়ার হোসেন, ঢাকাস্থ গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রাফি ও মো. ওবায়দুল হক জামাল।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।