রোহিঙ্গা হত্যা-নির্যাতনের প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ‘বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও তালিমে হিজবুল্লাহ’ সংগঠন ও স্থানীয় সেনাকান্দা দারুলহুদা দরবার শরীফের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ গেইট থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে ‘মুসলমানদের হত্যা বন্ধ কর, সারা মুসলিম জাহান জেগে উঠো’ সহ নানা শ্লোগান দেয় বিক্ষুব্ধরা। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রতিবাদ সভায় রোহিঙ্গা মুসলিম হত্যা ও নির্যাতনর প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, আল্লামা অধ্যাপক মোতালেব হোসাইন সালেহীন, মাওলানা ছফিউল্লাহ ও মাওলানা ইয়াকুব আলী সরকার প্রমুখ।

বক্তারা রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতন বন্ধ করতে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আজিজুল সঞ্চয়/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।