জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে নির্মিত নতুন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ।

আগামী রোববার (১০ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (নর্থ) উদ্বোধন করবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০১১ সালের ১ নভেম্বর একনেকের বৈঠকে অনুমোদন দেয়া হয় আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) প্রকল্প।

এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার এ প্রকল্পে অর্থায়ন করেছে। এ পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রজেক্ট) প্রকৌশলী অজিত কুমার সরকার ও আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) প্রকল্পের পরিচালক প্রকৌশলী ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।