বরযাত্রীবাহী নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণাবড়িয়ার বিজয়নগরে বরযাত্রীবাহী নৌকাডুবে শ্রাবন্তী (০৬) ও মুক্তা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের সোনাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবন্তী ওই উপজেলার বিন্নিঘাট এলাকার আবদুল হাইয়ের মেয়ে ও মুক্তা একই এলাকার আবু ছালেহ্ মিয়ার মেয়ে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে বিজয়নগরের বিন্নিঘাট থেকে একটি বরযাত্রীবাহী নৌকা পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে সাতবর্গ গ্রামের সোনাই নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাটিতে ৭০/৭৫ জন যাত্রী ছিল।
এ ঘটনায় সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশু শ্রাবন্তী ও মুক্তা পানিতে ডুবে মারা যায়। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
আজিজুল সঞ্চয়/আরএআর/আইআই