ট্রেন থেকে এমপি পড়ে যাওয়ায় সহকারী স্টেশন মাস্টারও বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনে সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনায় উল্লাপাড়া রেল স্টেশনের আরও এক স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন, এই স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন।

শুক্রবার রাতে পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) অসিম কুমার তালুকদার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে এ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

তিনি জানান, ঘটনা তদন্তে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন ও পরিবহন কর্মকর্তাকে শওকত জামিলের সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন রাজশাহীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।

অসিম কুমার তালুকদার জানান, এমপি প্লাটফর্ম থেকে পড়ে যাওয়া যেমন বিব্রতকর তেমনি এ ঘটনার জন্য সহকারী স্টেশন মাস্টারকে মারধর করাও দুঃখজনক। প্রাথমিকভাবে গাফিলতির জন্য স্টেশন মাস্টার শামসুল আলম এবং পরে সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সোমবার সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম উল্লাপাড়া স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে তার স্ত্রী ও স্বজনদের তুলে দিয়ে ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে প্লাটফর্মের উপর পড়ে আহত হন। এই ঘটনায় তার অনুসারীরা সেদিনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেনকে মারধর করেন। এ ঘটনায় এমপি নিজেই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।