ওয়ালটনের গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষতি


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১০ জুন ২০১৫

রাজশাহী নগরীতে ওয়ালটনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় নগরীর কাজীহাটা এলাকায় সুলতান কটেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দমকল বিভাগের কর্মীরা।

রাজশাহী দমকল বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার আক্তার হামিদ খান জানান, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। এসময় গোডাউনের ভেতরে একটি বড় রুমে থাকা ফ্রিজ, এয়ারকন্ডিশন, চার্জার ফ্যানসহ এক কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।

গোডাউনের দায়িত্বে থাকা আবু জোবায়ের জানান, ঘরের মধ্যে থেকে ধোঁয়া উঠতে দেখতে পাওয়ায় তিনি আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। পরে স্থানীয় দমকল বিভাগকে সংবাদ দিলে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেন। রাত ৮টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।