এক ঘটনায় দিনাজপুরে ডিবির পুরো ইউনিট বদলি
মাদক উদ্ধারের নামে এক ব্যক্তিকে মারধর করায় দিনাজপুরের রামসাগর সড়কে হাজী দিঘীর মোড়ে ডিবি পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ডিবি পুলিশের পুরো ইউনিটকে বদলি করা হয়েছে।
ঘটনার পর রোববার রাতেই ডিবি পুলিশের ১০ এসআই, ৫ এএসআইসহ ৩৬ জনকে বদলি করা হয়। যদিও পুলিশ সুপার বলেছেন, কয়েকজনকে বদলি করা হয়েছে। এটি নিয়মতান্ত্রিক বদলি, এই বদলির সঙ্গে সংঘর্ষের সূত্র নেই।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার বিকেলে এসআই রেজাউল ইসলাম ও এএসআই জামিলের নেতৃত্বে দিনাজপুর সদরের মহব্বতপুর গ্রামে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় নুরুজ্জামান (২২) নামের এক ব্যক্তির কাছে মাদক আছে বলে তাকে মারধর করে। এ সময় এলাকাবাসী বাধা দিলে ডিবি পুলিশের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা ঘটে। এক পর্যায়ে স্থানীয়দের উপর ডিবি পুলিশ লাঠিচার্জ করলে ডিবি পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় সেখানে থাকা ডিবি পুলিশ পালিয়ে যায় এবং পরক্ষণে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর উপর লাঠিচার্জ শুরু করে। এ সময় ডিবি পুলিশের সদস্যরা গ্রামের নারী থেকে শিশুদেরকেও মারধর করে। এই ঘটনায় কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হয়।
এই ঘটনায় এলাকার লোকজন রাস্তায় এসে জড়িত ডিবি পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় তারা সড়কে গাছের গুড়ি ও ইট দিয়ে অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। পরে রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করে।
এদিকে গ্রামবাসী শান্ত হওয়ার পর পুলিশ সুপার বরাবরে অভিযোগ দেয় যে, প্রায়ই ডিবি পুলিশ ওই এলাকায় গিয়ে নিরীহ মানুষকে হয়রানি করে। পরে ডিবি পুলিশের ১০ এসআই, ৫ জন এএসআইসহ মোট ৩৬ জনকে বদলি করেন পুলিশ সুপার। রাতেই তাদেরকে বদলির আদেশ দেয়া হয়।
তবে ডিবি পুলিশের দুইজন পরিদর্শক মনিরুজ্জামান ও মোস্তাফিজুর রহমানের বদলির আদেশ এখনও আসেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের একটি সূত্র জানায়, পরিদর্শকের বদলির আদেশ আসবে ডিআইজি কার্যালয় থেকে। তাই সেখান থেকে আদেশ আসতে দেরি হচ্ছে। তবে ডিবির সকলকেই বদলি করা হয়েছে। যারা অভিযোগের সঙ্গে জড়িত নয়, তাদেরকে দিনাজপুরেই রাখা হচ্ছে, আর যারা অভিযোগের সঙ্গে জড়িত তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেয়া হবে।
এ ব্যাপারে ডিবির পরিদর্শক (ওসি) মনিরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, ডিবির পুরো স্টাফকেই বদলি করা হয়েছে। তবে তাকে (মনিরুজ্জামান) বদলি করা হয়েছে কিনা তা জানা নেই। এখনও তিনি আদেশ পাননি।
দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ডিবির কয়েকজনকে বদলি করা হয়েছে। তবে এটি নিয়মমাফিক বদলি। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ কিংবা অভিযোগের ভিত্তিতে তাদেরকে বদলি করা হয়নি।
এ ব্যাপারে ডিবির বদলি হওয়া সিনিয়র এসআই বজলুর রশিদ জানায়, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি মামলার তদন্ত কাজে বিরামপুরে ছিলেন। তাকেও ডিবি থেকে ডিএসবিতে বদলি করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এমএএস/আইআই