দিনাজপুর পৌরসভার মেয়র ফের বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে আবারো বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার এক আদেশের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বরখাস্তের খবর শুনেছি। এটা দুর্বলের প্রতি সবলের অত্যাচার। এ ব্যাপারে আইনের আশ্রয় নেয়া হবে।

গত ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করে। পরে একই বছরের ৯ ডিসেম্বর উচ্চ আদালতে রিট করে মেয়র পদে পুনর্বহাল হন তিনি।

এমদাদুল হক মিলন/আরএআর/আইআই

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।