দিনাজপুর পৌরসভার মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেয়র হিসেবে দায়িত্ব পালনে তাকে বাধা না দিতে নির্দেশ দেয়া হয়েছে।

সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত।

সৈয়দ জাহাঙ্গীর আলম তার বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) এই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নুসরাত ইয়াসমিন সুমাইয়া, মো. মোসাদ্দেক বিল্লাহ ও মো. রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশিদুল আলম।

গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর-১ শাখার ১২২১ নম্বর প্রজ্ঞাপন) অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। আদালত সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করেছেন বলে জানিয়েছেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছিল। পরে একই বছরের ৯ ডিসেম্বর উচ্চ আদালতে রিট করে মেয়র পদে পুনর্বহাল হয়েছিলেন তিনি।

সৈয়দ জাহাঙ্গীর বলেন, আমাকে বার বার বরখাস্তের আদেশ বর্তমান সরকারের জুলুম নির্যাতনেরই অংশ। আমি কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই।

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক।

এমদাদুল হক মিলন/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।