দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২
দিনাজপুরের সদর উপজেলা পরিষদের সামনে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক এবং এক আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক মান্দার আলী ও আরোহী জাহাঙ্গীর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মেহেদী পরিবহনের একটি বাস দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও আরোহী নিহত হন। এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিকে আটক করে এবং সড়ক অবরোধ করে। ফলে সকাল ১০ টা থেকেই দিনাজপুর-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক অবরোধ তুলে নেয়ার জন্য এলাকাবাসীর সঙ্গে আলোচনা চলছে।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর