গলাচিপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পটুয়াখালীর গলাচিপায় ৪৯২ পিচ ইয়াবাসহ মো. আবদুল কাইয়ুম হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার হরিদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আবদুল কাইয়ুম হাওলাদার গলাচিপার চরবিশ্বাস এলাকার আবদুর রাজ্জাক হাওলাদারের ছেলে কাইয়ুম।
গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৯২ পিচ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ বিষয়ে গলাচিপা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম