সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৪৯ পিএম, ০৩ অক্টোবর ২০১৭

নাশকতাসহ ৮টি মামলার এজাহারভুক্ত আসামি সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারবিরোধী আন্দোলনের নামে গাছ কাটা এবং নাশকতাসহ ৮টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।