বাহুবলে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলে সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সাবেক সেনা সদস্য টেনু মিয়া ওই উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আফতাব মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্যক্তিগত মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা দিতে সিএনজি অটোরিকশাযোগে রওনা হন সাজিদুর রহমান টেনু মিয়া। সকাল ৮টায় আদিত্যপুর নামক স্থানে পৌঁছলে একটি মাইক্রোবাস এসে তার সিএনজি অটোরিকশার গতিরোধ করে।
পরে সিএনজি থেকে তাকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভায়রা তোফায়েল আহমদ রাসেল বলেন, তার চাচাত ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বৃহস্পতিবার এ মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে তিনি হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিশ্বজিত দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি