কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৮ জুন ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হারিজের জমিতে থাকা নূর চাঁনের একটি বসতঘর দীর্ঘদিন যাবৎ সরিয়ে নেওয়ার কথা থাকলেও তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নূর চাঁন (৪৮) এবং তার পুত্র কাউছার (২৫) ও আমিনসহ (২২) অজ্ঞাত আরো ৩/৪ জনের একটি দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হারিজ ও তার দুই পুত্র মিজান (৩০) এবং শহিদুলের (২২) উপর হামলা চালায়।

হামলায় হারিজ ও তার দুই ছেলে গুরুতর জখম হয়। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে।    

আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।