জামায়াতের অফিস দখলে নিল ছাত্রলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১২ অক্টোবর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামায়াতের কার্যালয় হিসেবে পরিচিত আল মদিনা কমপ্লেক্স দখলে নিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগ নেতারা।

বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা এ ঘটনা ঘটান।

খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া পৌর এলাকার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ও থানা ভবন সংলগ্ন আল-মদিনা কমপ্লেক্সে জামায়াতের একটি অফিস রয়েছে। কয়েক বছর আগে ছাত্রলীগ ওই অফিসটিতে হানা দিয়ে ভাঙচুর করে। এরপর থেকেই অফিসটি একপ্রকার পরিত্যক্ত অবস্থাতে রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহবুদ্দিন বেগ শাপলু ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান নাঈমের নেতৃত্বে ছাত্রলীগ নেতারা এতে হানা দেয়। এসময় তারা অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে থাকা কিছু বই পুড়িয়ে দেন ও নতুন তালা ঝুলিয়ে দেন। পরে খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ সেখানে যায়।

আজিজুল সঞ্চয়/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।