বাবার টমটমের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:১৩ এএম, ১৪ অক্টোবর ২০১৭

পটুয়াখালীর কুয়াকাটায় বাবার টমটমের (অটোরিকশা) নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ বছর বয়সী ছেলে মো. ইব্রাহীমের। শুক্রবার বিকেলে কুয়াকাটার লক্ষ্মীর হাটে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু ইব্রাহীম নয়ামিশ্রি পাড়া গ্রামের টমটম চালক ইউসুফ গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ইউসুফ গাজী তার ছেলেকে টমটমে বসিয়ে ইঞ্জিন চালু করে ঘুরাতে গেলে হাত ফসকে টমটমটি রাস্তার ঢালে পড়ে যায়। এতে শিশু ইব্রাহীম টমটমের নিচে চাপা পড়ে। তাৎক্ষণিক উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহত শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।