নড়াইলে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা
ছবি-প্রতীকী
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে তরিকুল শেখ (৪৭) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলাবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া গ্রামের হাসমত তালুকদারের সঙ্গে তরিকুল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দু'পক্ষের সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের লোকজন তরিকুল শেখকে কুপিয়ে হত্যা করে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজুল নিলু/এফএ/আরআইপি