জামালপুরে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০৬ নভেম্বর ২০১৭

জামালপুরে রেলওয়ের জমি এবং লাইনের দু’পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে শহরের গেইটপাড় ও রেলস্টেশন এলাকায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের বিশেষ অভিযানে লেভেল ক্রসিংয়ের আশপাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের উপ-সচিব মনিুরুল ইসলাম পাটোয়ারী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, রেলওয়ের সহকারী নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আকবর হোসেন, জামালপুর থানার ওসি মো. নাসিমুল ইসলাম। এই অভিযানের মাধ্যমে লেভেল ক্রসিংয়ের র্পূব ও পশ্চিম পাশে ১২০ ফুট জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রেলওয়ের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের উপ-সচিব মো. মনিরুল ইসলাম পাটোয়ারী জানান, জামালপুরে রেল লাইনের দু’পাশের ৪ কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ এবং সরিষাবাড়ী লাইনে থাকা অবৈধ স্থাপনাগুলোতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

শুভ্র মেহেদী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।