মুন্সীগঞ্জে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১১ নভেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে পৃথক দুই জায়গা থেকে অজ্ঞাত দু'জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ। শার্ট-প্যান্ট পরিহিত নিহত যুবকের পা ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার।

এদেকি মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, শনিবার বেলা ১১টার দিকে নয়াগাঁও এলাকাস্থ শহররক্ষা বাঁধ সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।