ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার সেকাই মোড়ে ট্রাকচাপায় এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক হেলপার রফিকুল ইসলাম (৩১) কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলপার রফিকুল ইসলাম সেকাই মোড়ে ট্রাক রেখে পানি আনতে যান। পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালিগঞ্জ থেকে আসা অপর একটি ট্রাকের ধাক্কা খেয়ে চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
আকরামুল ইসলাম/বিএ/এমএস