নীলফামারীতে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৩ নভেম্বর ২০১৭

নীলফামারীতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে শহরের প্রধান সড়কের স্টাফ কোয়ার্টার মোড়ের সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং নতুন বাবুপাড়া সড়কে ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযাতে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আবু হাসান বলেন, ডায়াগনস্টিক সেন্টার দুটির সরকারি কোনো অনুমোদন নেই। তাই ‘দ্য মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরি রেগুলেশন (অর্ডিন্যান্স) ১৯৮২’ মোতাবেক ওই দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

এ সময় নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মনি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাহেদুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।