দিনাজপুরে পিস্তলসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৪ ডিসেম্বর ২০১৭

দিনাজপুর শহরের দপ্তরিপাড়ায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ হত্যা মামলার আসামি মো. সোহেল রানাকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে র‌্যাব সদস্যরা দপ্তরিপাড়ার জাহাঙ্গীর মার্কেটের পেছন থেকে তাকে আটক করে। সোহেল দপ্তরিপাড়ার মৃত রশিদ খালাশির ছেলে।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর নাজমুস সাকিব জানান, সোহেল দিনাজপুর শহরের পশ্চিমাঞ্চল পূর্ণভবা( কাঞ্চন) নদী সংলগ্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা-মাদকসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, সোহেলের শরীর তল্লাশি করে দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।