‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৫৬ এএম, ০৯ ডিসেম্বর ২০১৭

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী গ্রামের ষাটোর্ধ্ব বাসিন্দা আব্দুল মজিদ ভূইয়া। চাকরি করতেন পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিদর্শক পদে। বৃহস্পতিবার সকালে অবসর ভাতা নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে কিছুটা অবাক হন তিনি। ভবনের প্রধান ফটকে একটি দুর্নীতিবিরোধী সাইনবোর্ড দেখে আটকে যায় তার চোখ।

আব্দুল মজিদ ভূইয়া জাগো নিউজকে বলেন, এ ধরনের সাইনবোর্ড টানানোর ফলে নিজেদের মধ্যে এক ধরনের সচেতনতা ও অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। ফলে কেউ আর আমাদের কাছে ঘুষ চাইতে সাহস করবে না।

জেলার অধিকাংশ প্রতিষ্ঠানের প্রধান ফটকে টানানো হয়েছে ‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’ বানী সম্বলিত সাইনবোর্ড। আর এ কারণে সরকারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থার ভিত মজবুত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বাকাহীদ হোসেন জাগো নিউজকে বলেন, শুধু পটুয়াখালী জেলা প্রশাসকের অধীন সকল দফতর ও বিভাগেই নয় জেলার উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়েও এমন একটি করে সাইনবোর্ড টানানো হয়েছে। এতে সধারণ মানুষের আস্থা যেমন বাড়ছে তেমনি সেবা প্রদানও সহজ হচ্ছে।

দুর্নীতিবিরোধী এই স্লোগান লাগানোর উদ্যোক্তা পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান জাগো নিউজকে বলেন, সরকারের পক্ষ থেকে এমন একটি নির্দেশনা পাওয়ার পরপরই এটি আমার প্রতিষ্ঠানে টানানোর ব্যবস্থা করেছি। এর ফলে নিজের ও নিজের প্রতিষ্ঠানের স্বচ্ছতা যেমন প্রকাশ পাচ্ছে তেমনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

তবে গত ৩১ আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সারা দেশের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয়ে এই স্লাগোন টানানোর নির্দেশনা জারি করলেও এখনও অধিকাংশ প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করেনি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।