বেতন-বোনাসের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা ৩ মাসের বকেয়া বেতন, বোনাস ও ভাতার দাবিতে রোববার মিল চত্বরে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন।
রোববার সকাল ৯টা থেকে তারা ৩ ঘণ্টাব্যাপি ব্যবস্থাপনা পরিচালকের প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে রাখেন এবং ঈদের আগে তাদের পাওনা বেতন-বোনাস ও ভাতা পরিশোধের দাবি জানান। দাবি না মানা না হলে সোমবার থেকে মিলগেটসহ সকল অফিসে তালা লাগিয়ে দেয়ার আল্টিমেটাম দেয়া হয়।
ঘেরাও চলাকালে বক্তব্য রাখেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ওয়াকার্স ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলালসহ অন্য নেতৃবৃন্দ।
রংপুর চিনিকল শ্রমিকরা জানায়, উৎপাদিত চিনি অবিক্রিত থাকায় অর্থাভাবে এ পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের প্রায় ২ কোটি টাকা বেতন-ভাতা বকেয়া রয়েছে। এছাড়াও ৫শ’ কানামনা শ্রমিকের পোষণ ভাতা এখনও পরিশোধ করা হয়নি। ৩ মাস ধরে বেতন না পাওয়ায় অর্থাভাবে তারা পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। এদিকে ঈদ সামনে চলে আসায় এখন পর্যন্ত বেতন-বোনাস ও পোষণ ভাতা পরিশোধের কোন উদ্যোগ না নেয়ায় শ্রমিক-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এ কর্মসূচি পালন করে।
এ ব্যাপারে রংপুর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক জানান, বেতন-বোনাস প্রদানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে মিলে কর্মরত কর্মচারী-শ্রমিকদের এসব পাওনা পরিশোধ করা হবে।
অমিত দাশ/এসএস/আরআইপি