রাঙ্গাবালীতে হাঁস চুরি নিয়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালীর নিজহাওলা গ্রামে হাঁস চুরির অপবাদে প্রতিবেশীদের মারধরে আহত দুলাল হাওলাদার (৪০) নামের কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে নিহত কৃষকের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মতলেব মৃধা, তার স্ত্রী আফরোজা বেগম ও মেয়ে সুফিয়া বেগম।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার নিজহাওলা গ্রামে কৃষক দুলাল হাওলাদারের বাড়ি থেকে একটি হাঁস চুরি হয়। পরদিন রোববার দুপুরে কৃষক দুলাল তার প্রতিবেশী বিবাদীদের কাছে হাঁস চুরি হওয়ার বিষয়ে জানতে চাইলে এতে ক্ষুদ্ধ হয় বিবাদীরা। পরে বিবাদীরা দুলাল এবং তার স্ত্রী মরিয়মকে মারধর করে। এতে দুলাল গুরুত্বর আহত হলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানা পুলিশের ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে ওই মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।