১০ ঘণ্টা পর ইব্রাহিমপুর-হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ইব্রাহিমপুর-হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে । শনিবার সকাল ৮টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন। এ সময় আটকা পড়া যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নদীতে ঘন কুয়াশা পড়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি শরীয়তপুরের ইব্রাহিমপুর ঘাটের সুপারিনটেনডেন্ট জানান, ঘন কুয়াশার কারণে এ রুটে শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ইব্রাহিমপুর-হরিণাঘাট দুই পাড়ে তিন শতাধিক যানবাহন আটকা পড়েছে বলে জানান তিনি।
ছগির হোসেন/আরএআর/এমএস