বাগেরহাটে হরিণের মাংসসহ ২ আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:০৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭

বাগেরহাটের শরণখোলা থেকে হরিণের মাংসসহ দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার সাউথখালি ইউনিয়নের উত্তর বকুলতলা গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, ওই ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের দলিল উদ্দিন তালুকদারের ছেলে জাফর তালুকদার (৫০) ও রায়েন্দা গ্রামের তৌহিদুল আলমের ছেলে শামছুল ইসলাম রিপন (৪৫)। জাফর সাউথখালি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর রিপন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস নিয়ে তিনজন মোটরসাইকেলে করে শরণখোলা উপজেলা সদরে আসছিলেন। গোপন খবর পেয়ে পুলিশ বকুলতলা এলাকায় অবস্থান নেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন তারা। পুলিশ ধাওয়া করে দুইজনকে ১০ কেজি হরিণের মাংসসহ ধরে ফেলে। অপরজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।