ঈশ্বরদীতে ভেজাল ঘি তৈরির অভিযোগে জরিমানা
ভেজাল ঘি ও সস তৈরির অভিযোগে ঈশ্বরদীর নতুন হাট গোল চত্বরে এক কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্র, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস অভিযান চালিয়ে ওই কারখানা মালিককে জরিমানা করেন।
এ সময় কারখানা থেকে পাঁচ মন ভেজাল ঘি ও বিভিন্ন ব্রান্ডের সস উদ্ধার করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসআইএস/এমএস