কক্সবাজারে ২০ কোটি টাকার ইয়াবাসহ আটক ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৫ জানুয়ারি ২০১৮

কক্সবাজারে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটেসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে র‌্যাব। এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজারের খুরুশকুল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. কালু মাঝি (৪৫) মৃত আব্দুল জলিলের ছেলে মো. রফিক (৫২), চট্টগ্রামের আনোয়ারার গহিরা এলাকার মৃত ছালে আহমদের ছেলে মো. রফিক (৪৫), দক্ষিণ সরেঙ্গা সন্নুপাড়ার মৃত খবির আহমেদের ছেলে মো. হাসান (৩০), গহিরার মজ্জল আহম্মদের ছেলে হাসমত আলী (৩৫), গহিরা দোভাষীর হাট এলাকার মৃত সোলেমানের ছেলে নুরুল আলম(৩৭), গদ্দ গহিরার মৃত ইউসুফ আলীর ছেলে মো. নাসির (৪৫) ও গহিরার মৃত আব্দুল মান্নানের ছেলে মজিবুল ইসলাম (৪০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, একটি মাদক সিন্ডিকেট ফিশিং ট্রলারের অন্তরালে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে কক্সবাজারের দিকে আসছে- এমন সংবাদ পেয়ে লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহম্মদের নেতৃত্বে কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিনসহ অন্যরা কক্সবাজারের সন্নিকটে গভীর সমুদ্রে অভিযান চালায়। সাগরে একটি মাছ ধরার ট্রলারকে সন্দেহ হলে থামতে নির্দেশ দেয়া হয়।

র‌্যাবের উপস্থিতি দেখে ট্রলারটি স্পিড বাড়িয়ে চলে যাচ্ছিল। ধাওয়া করে ট্রলারটি ধরা হয়। পরবর্তীতে ট্রলারে তল্লাশি চালিয়ে মাছ রাখার প্রকোষ্ঠের ভিতর সুকৌশলে লুকানো ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা ৮ জনকে আটক করা হয়।

আটকরা জিজ্ঞাসাবাদে জানায়, মিয়ানমার থেকে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে তারা কক্সবাজারের উদ্দেশ্য যাত্রা করে। আর জব্দকৃত ইয়াবার মালিক চট্টগ্রামের পটিয়া মুরালী এলাকার মো. ইউসুফ (৪৫)। ইতোপূর্বেও তারা ইউসুফের হয়ে বেশ কয়েকটি চালান খালাস করেছেন।

মিমতানুর রহমান আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্যে ২০ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও বোটসহ আটক থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।