বাগেরহাটে ২৫০ জেলেকে লাইফ জ্যাকেট দিল কোস্টগার্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮

বাগেরহাটের ২৫০ জন প্রান্তিক জেলেকে লাইফ জ্যাকেট দিয়েছে কোস্টগার্ড। সোমবার বেলা ১১টার দিকে কোস্টগার্ড মোড়েলগঞ্জ স্টেশন অফিসে আনুষ্ঠানিকভাবে লাইফ জ্যাকেটগুলো জেলেদের মাঝে বিতরন করা হয়। নৌবাহিনীর ক্যাপ্টেন এম মিনারুল হক প্রধান অতিথি হিসেবে জেলেদের হাতে জ্যাকেটগুলো তুলে দেন।

জেলেদের নৌ নিরাপত্তার জন্য কোস্টগার্ডের পক্ষ হতে মংলা, শরণখোলা, বাগেরহাট, কচুয়া ও মোরেলগঞ্জের ৫ নারী জেলেসহ ২৫০ জন প্রান্তিক জেলেকে এই জ্যাকেট দেয়া হয়।

কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে কোস্টগার্ড মংলা স্টেশন কমান্ডার ক্যাপ্টেন মোস্তফা কামাল, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী, মংলা কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. হায়াত ইবনে সিদ্দিক উপস্থিত ছিলেন।

শওকত বাবু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।