সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১১:১৮ এএম, ০৯ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীতে নৌ-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ফরিদ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, সুন্দরবনে জেলে অপহরণের খবর শুনে শরণখোলা নৌ-পুলিশের একটি দল শ্যালা নদীতে অভিযান শুরু করে। এ সময় সুন্দরবনের ভেতরে লুকিয়ে থাকা বনদস্যুরা নৌ-পুলিশের উপর গুলি বর্ষণ শুরু করে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে নৌ-পুলিশ সুন্দরবনের ওই এলাকায় তাল্লাশি চালিয়ে এক বনদস্যুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

বনজীবী ও জেলেরা ওই গুলিবিদ্ধ মরদেহটি বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফরিদের বলে সনাক্ত করেন। মরদেহ উদ্ধার করে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

শওকত আলী বাবু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।