বাগেরহাটের ৯ উপজেলার সংরক্ষিত আসনে নির্বাচন ২৯ জানুয়ারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

বাগেরহাটের ৯ উপজেলায় সংরক্ষিত ২৫ মহিলা আসনে ২৯ জানুয়ারি নির্বাচন হবে। জেলা নির্বাচন কর্মকর্তা শনিবার এ সংক্রান্ত নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী, ১৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে। ১৮ জানুয়ারি প্রার্থী বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। কারও প্রার্থিতা বাতিল হলে ২২ জানুয়ারি আপিল করতে পারবেন প্রার্থীরা।

একই দিনই আপিলের নিষ্পত্তি করা হবে। ২৯ জানুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্রে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক আরও জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারাদেশের উপজেলা পরিষদগুলোতে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পন্ন করতে পরিপত্র জারি করেছে। তার আলোকে জেলার নয়টি উপজেলায় ২৫টি পদের নির্বাচন সম্পন্ন করতে আমরা তফসিল ঘোষণঅ করেছি।

এ নির্বাচনে জেলায় ৭৫টি ইউনিয়নে সংরক্ষিত নারী ওয়ার্ডের ২২৫ জন ও তিনটি পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ডের ৯ জনসহ মোট ২৩৪ জন নারী ভোটার রয়েছেন। এদের ভোটে ২৫ জন সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রতিনিধি নির্বাচিত হবেন। এ নির্বাচনে ব্যতিক্রম বিষয় হলো সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নারী ভোটাররাই কেবল মাত্র ওই ওয়ার্ডের প্রার্থী হতে পারবেন। প্রতিটি উপজেলায় একটি করে কেন্দ্র থাকবে।

বাগেরহাট জেলায় ২৫টি আসনের মধ্যে রয়েছে, সদর উপজেলায় ৪টি, কচুয়ায় ২টি, ফকিরহাটে ৩টি, মোল্লাহাটে ২টি, চিতলমারীতে ২টি, রামপালে ৩টি, মোংলায় ২টি, মোড়েলগঞ্জে ৬টি ও শরণখোলা ১টি আসন। ইতোমধ্যেই প্রত্যেক উপজেলার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

শওকত বাবু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।