চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর থেকে এক গৃহবধূর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ হলেন- পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী রশিদা বেগম (২৬)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের স্বজনদের দেয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে ৮টার দিকে রামকৃষ্টপুর মহল্লার মিজানুরের বাড়ি থেকে তার স্ত্রী রশিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

মোহাঃ আব্দুল্লাহ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।