পুলিশকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালাল আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮

পটুয়াখালীর গলাচিপায় পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে এক আসামি। চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানায় পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে শহরের টিঅ্যান্ডটি রোড থেকে থানায় নিয়ে যাওয়ার সময় ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ প্যাদা হ্যান্ডকাফসহই পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সোহাগ প্যাদা গলাচিপা শহরের ৬ নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি রোড এলাকার মো. হোসেন প্যাদার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানা পুলিশের ওসি জাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি সোহাগ প্যাদাকে সদর ইউনিয়নের চরখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে আসামিকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসার সময় শহরের টিঅ্যান্ডটি রোড এলাকায় পৌঁছালে সোহাগ পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সোহাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চুরির একটি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাকে ধরতে গলাচিপা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চলছে বলেও জানান ওসি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।