তালায় রাত জেগে চলছে অশ্লীল পুতুল নাচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৮

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর আমবাগান প্রস্তাবিত ইকোপার্ক উদ্বোধনের নামে র‌্যাফেল ড্র, জুয়া, পুতুল নাচ, যাত্রা চলছে।

শুক্রবার বিকেলে মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানসহ সুধীজনরা।

জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন আগেই জানিয়েছিলেন, মেলার নামে কোনো লটারি নামক জুয়া, পুতুল নাচসহ যে কোনো ধরনের অশ্লীলতা চলবে না। একজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক সেখানে নিয়োজিত থাকবেন। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বচ্ছ ও পরিবার পরিজন নিয়ে উপভোগ করার মতো স্থানীয় ও সাতক্ষীরার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। শুধুমাত্র স্থানটির পরিচিতির জন্য এটি করা হচ্ছে।

জেলা প্রশাসকের এ কথা শুধুমাত্র মুখে থাকলেও বাস্তবতা ঘটেছে ভিন্ন। শুক্রবার রাত ৯টা পর্যন্ত চলে সবকিছুই স্বাভাবিক নিয়মেই। এরপর শুরু হয় পুতুল নাচ নামক নগ্ননৃত্য। টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ৫০ টাকা। এভাবে চলে কয়েক পর্ব।

এরপর শুরু হয় ভিন্ন চিত্র। রাত ১১টা থেকে প্রতিমা অপেরা কর্তৃক যাত্রার অনুষ্ঠান শুরু হয়। সেখানে টিকিটের মূল্য করা হয় একশ টাকা, দেড়শ টাকা ও দুইশত টাকা। সেখানেও চলে অশ্লীলতা। স্থানীয় দর্শনার্থীসহ স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রকৃত পেক্ষাপটের বিষয়ে জানাতে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের কাছে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে, কোমলমতি এসএসসি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষার দশ দিন পূর্বেই যেন রাতব্যাপী নগ্নপুতুল নাচ, পূর্ণিমা অপেরা কর্তৃক যাত্রার নামে অশ্লীলতাসহ কোনো কার্যক্রম করতে না পারে সেজন্য সরকারের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে তালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশনার বাইরে কোনো কিছুই সেখানে করতে দেয়া হবে না। তাছাড়া কোনো প্রকার নগ্ননৃত্য বা যাত্রার ব্যবস্থা করতে দেয়া হবে না। কেউ করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেব।

আকরামুল/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।