শ্রীপুরে স্ত্রীকে রাস্তায় ফেলে পেটানোর ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:১৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৮

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে রাস্তায় ফেলে পেটানোর ঘটনায় স্বামী ইব্রাহিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে ভুক্তভোগী ফরিদা বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- তেলিহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোদারচালা গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে ইব্রাহিম (৩৮), ইব্রাহিমের তৃতীয় স্ত্রী মৌরী আক্তার (২৫), মা জমিলা বেগম (৪৭), দুই বোন নাসরিন সরকার (১৯) ফারজানা সুলতানা (২২)। মূল অভিযুক্ত ইব্রাহিম বাদে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, শনিবার বিকেলে ফরিদা বেগম থানায় হাজির হয়ে স্বামী ইব্রাহিমসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।