হাতবোমাসহ ৪ জামায়াত নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাট পাইকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ৩টি হাতবোমা ও ৪টি জিহাদি বই উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- ধনপোতা গ্রামের মৃত নকিব উদ্দিন শেখের ছেলে আবু দাউদ শেখ (৪৮), একই গ্রামের আবদার আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), চাকুলি গ্রামের মৃত আ. হামিদ শিকারির ছেলে কাবির শিকারি (৩৮) ও ষাটতলা গ্রামের ফেরদাউস আলমের ছেলে মাহমুদ (৩৫)।

শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাহিদ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ফকিরহাটের পাইকপাড়া তৈয়বুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৪ জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। পরে তাদের নামে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

শওকত আলী বাবু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।