সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুট্টাপাড়া এলাকায় একটি সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। সোমবার সকালে এ ড্রেনটি নিয়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য দুলাল মিয়ার সঙ্গে একই এলাকার মিজান মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টা দেড়েক চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস