দুই সিভিল সার্জনসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:০১ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

নিয়োগে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন ও রাঙ্গামাটির সিভিল সার্জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরের দিকে খাগড়াছড়ি সদর থানায় এ মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের রাঙ্গামাটির সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। এ ঘটনায় উদয়ন চাকমা নামে এক অভিযুক্তকে আটক করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর কিশোর চাকমা অটল, খাগড়াছড়ির তৎকালীন সিভিল সার্জন ডা. নারায়ন চন্দ্র দাশ, রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা, বাবুছড়া স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট উদয়ন চাকমা ও আলুটিলা স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট সুমন চাকমা।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, আসামিগণ পরস্পর যোগসাজসে অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে শিক্ষাগত যোগ্যতা না থাকার পরেও ২০১৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগে ফার্মাসিস্ট পদে উদয়ন চাকমা ও সুমন চাকমাকে নিয়োগ দেন।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সফিকুর রহমান ভুইয়া জানান, জাল-জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকার পরেও চাকরি প্রদান, অবৈধভাবে ঘুষ নেয়ার বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে সত্যতা খুঁজে পায় দুদক। এ নিয়ে থানায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।