খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলছে : শওকত মাহমুদ
আগামী নির্বাচন থেকে দূরে রাখতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
তিনি বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এবং বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। খালেদা জিয়াকে মিথ্যা সাজা দিয়ে জনগণকে রাস্তায় নামতে বাধ্য করবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শওকত মাহমুদ।
খালেদা জিয়ার জনপ্রিয়তায় সরকার ভীত উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মীদের সাহসিকতার সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন মজুমদার ও হারুন-অর-রশিদ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ডিজিটাল আইনের সমালোচনা করে শওকত মাহমুদ বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জেনেই মানুষের কণ্ঠরোধ করতেই সরকার এসব কালো আইন প্রণয়ন করছে।
সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য রাখেন।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আইআই