সাতক্ষীরায় নকলে সহায়তা করায় ৪ শিক্ষক বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের নকলে সহায়তা করার অভিযোগে সাতক্ষীরার তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন কক্ষ পরিদর্শনকালে তাদেরকে বহিষ্কারের আদেশ দেন।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন- খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের কুমারেশ চন্দ্র বসু, সতদল মাধ্যমিক বিদ্যালয়ের জেসমিন নাহার, শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রণব কুমার ঘোষ ও রতখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সুব্রত কুমার রায়।

তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব গৌরপদ নন্দী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।