নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলার রাণীনগর ও সাপাহার উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আত্রাই উপজেলার আমরুলজাতোপাড়া গ্রামের মিঠনের স্ত্রী ফেরদৌসী আক্তার (২৮) এবং সাপাহার উপজেলার খেড়ুন্দা গ্রামের ছায়েদ আলীর ছেলে লোকমান হোসেন (৩৩)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, বিকেলে নওগাঁ থেকে মোটরসাইকেল যোগে স্বামী মিঠনের সঙ্গে ফেরদৌসী গ্রামের বাড়ি আমরুলজাতোপাড়া ফিরছিলেন। এ সময় রাণীনগর উপজেলার দুর্গাপুর নামক স্থানে একটি ট্রাক্টর তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে গৃহবধূ ফেরদৌসী আক্তার রাস্তায় ছিটকে পড়লে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহটি উদ্ধার করা হয়েছে।

অপরদিকে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ বলেন, লোকমান হোসেন বিকেলে উপজেলার খঞ্জনপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে কৃষি যন্ত্রপাতি কিনতে সাপাহারে আসছিলেন। এ সময় মানিকুড়া কবর স্থানের নিকট একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। মাথায় আঘাত পাওয়ায় তিনি অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্বাস আলী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।