ব্রাহ্মণবাড়িয়ায় ককটেলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি ককটেলসহ সুমন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌর শহরের কলেজপাড়া মহল্লা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সুমন শহরের দক্ষিণ মৌড়াইলের ফজলুল হক প্রকাশ ফুল মিয়ার ছেলে।

সদর মডেল থানা পুলিশের ২নং শহর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলেজপাড়া মহল্লায় সুমনের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে ছয়টি ককটেলসহ আটক করা হয়।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।